• ‌‌আজ থেকেই বৃষ্টি শুরু দক্ষিণে
    আজকাল | ১৮ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ মঙ্গলবার থেকেই শুরু হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি। সোমবার রাতে কলকাতা, উত্তর ২৪ পরগনা–সহ একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকেই কলকাতা–সহ দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিনদিনের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা। বিহার থেকে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা। বাতাসে রয়েছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পও। দক্ষিণ–পশ্চিম মৌসুমি বায়ুর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে রাজ্যে। মঙ্গলবার কলকাতা–সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ৪০–৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ–সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার আকাশ মেঘলা থাকবে। তবে বৃষ্টি হলেও থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আর উত্তরবঙ্গে ভারী বৃষ্টি জারি থাকবে আগামী পাঁচ দিন। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস। 
  • Link to this news (আজকাল)