• Mamata Banerjee: ‌আগের মতো রেলকে এখন আর গুরুত্ব দেওয়া হচ্ছে না: মমতা
    আজকাল | ১৮ জুন ২০২৪
  • ‌‌আজকাল ওয়েবডেস্ক: সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার জন্য রেল মন্ত্রকের গাফিলতির দিকটিই বড় হয়ে উঠছে বলে অভিযোগ উঠছে। দমদম বিমানবন্দরের পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল, দু’‌জায়গায় দাঁড়িয়েই এবিষয়ে কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে মমতা রেল নিয়ে তাদের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন। এদিন তাঁর পুরনো দপ্তরকে একহাত নেন মমতা। তিনি বলেন, ‘‌রেলমন্ত্রকে কী চলছে জানি না। কখনও কখনও না জানিয়েও ট্রেন বাতিল করে দেয়।’‌ কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, রেলকে আগে যা গুরুত্ব দেওয়া হতো এখন সেটা দেওয়া হয় না। এদিন সকাল ন’‌টা নাগাদ খবর পেয়েই উদ্ধার ও আহতদের হাসপাতালে ভর্তির বিষয়ে উদ্যোগ নেন মমতা। তিনি জানিয়েছেন, প্রয়োজনীয় চিকিৎসক, অ্যাম্বুল্যান্স এবং অন্যান্য বিষয়গুলি ছাড়াও স্থানীয় বিধায়ককে নির্দেশ দেন ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে। এদিন সকালে সিগন্যালিং ব্যবস্থা খারাপ থাকার জন্য ম্যানুয়াল সিগন্যাল দেওয়ার যে অভিযোগ স্টেশন মাস্টারের বিরুদ্ধে উঠেছে সেই ব্যবস্থারও সমালোচনা করেন মমতা।‌ প্রশ্ন তোলেন, যেখানে প্রযুক্তির উন্নতি হয়েছে সেখানে কেন ম্যানুয়াল ব্যবস্থা থাকবে। দমদম বিমানবন্দরের পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ থেকে বেরিয়েও যাত্রী স্বাচ্ছন্দ্য নিয়ে সরব হয়েছেন তিনি।
  • Link to this news (আজকাল)