শিখ নেতা পান্নুনকে হত্যার চেষ্টা, অভিযুক্ত ভারতীয় নাগরিককে আমেরিকায় প্রত্যর্পণ...
আজকাল | ১৯ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: খালিস্তানপন্থী শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার চেষ্টার অভিযোগে অভিযুক্ত এক ভারতীয় নাগরিককে চেক প্রজাতন্ত্র থেকে আমেরিকায় প্রত্যর্পণ করা হয়েছে। বিচারপ্রক্রিয়া শেষে গত শুক্রবার তাকে আমেরিকায় পাঠানো হয়। পান্নুন আমেরিকার পাশাপাশি কানাডারও নাগরিক। তিনি ভারতে স্বাধীন খালিস্তান আন্দোলনের জোরালো সমর্থক এবং স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে। ভারত সরকার তাকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়েছে। আমেরিকার কেন্দ্রীয় কৌঁসুলিদের অভিযোগ, গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যা করার জন্য ভারতীয় আধিকারিকরা নিখিল গুপ্তাকে ভাড়া করেছিলেন। অভিযুক্ত নিখিল গুপ্তা গত বছরের জুনে ভারত থেকে চেক প্রজাতন্ত্রের প্রাগে যান, যেখানে স্থানীয় কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করে। আমেরিকায় প্রত্যর্পণ আটকাতে গত মাসে চেক প্রজাতন্ত্রের একটি স্থানীয় আদালতে আবেদন করেছিলেন নিখিল গুপ্তা। কিন্তু আদালত তার আবেদন বাতিল করে দেয়। সোমবার চেক প্রজাতন্ত্রের আইনমন্ত্রী পাভেল ব্লাজেক বলেন ‘ভারতীয় নাগরিক নিখিল গুপ্তাকে আমেরিকায় প্রত্যর্পণ করা হয়েছে।’