ধোনির সঙ্গে তুলনা, এবার রোনাল্ডোকে 'থালা' আখ্যা ফিফার...
আজকাল | ১৯ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ফিফা বিশ্বকাপের পোস্টে এবার এমএস ধোনি! ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে 'থালা' আখ্যা দিল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তাঁদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পর্তুগালের জার্সিতে রোনাল্ডোর একটি ছবি পোস্ট করে ফিফা বিশ্বকাপ। সেই ছবির ক্যাপশনে লেখা হয়, 'থালা ফর এ রিজন।' বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায়, একটি বিশেষ কারণেই তুমি বড় দাদা। এটা দেখা মাত্রই সোশ্যাল মিডিয়ায় ধোনি ভক্তরা উচ্ছ্বাসে ফেটে পড়ে। ক্রিকেটের বাইরেও ধোনির বৃহৎ জনপ্রিয়তার উল্লেখ করেন তাঁরা। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এই পোস্ট। চেন্নাই সুপার কিংসের দর্শকদের কাছে ধোনির পরিচয় 'থালা'। স্থানীয় ভাষায় যার অর্থ 'বড় দাদা।' দুই মহাতারকার জার্সির নম্বর সাত। সেই কারণেই কি ধোনি এবং রোনাল্ডোকে একই সারিতে বসিয়ে দিল ফিফা? মঙ্গলবার রাতেই ইউরো অভিযান শুরু রোনাল্ডোর। প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্র। বিশ্বকাপে ব্যর্থতার পর কোচ বদল নয়। নতুন কোচের তত্ত্বাবধানে জীবনের শেষ ইউরো খেলতে নামবেন বিশ্বফুটবলের মহাতারকা।