T20 World Cup: যশস্বীকে না খেলানোর সিদ্ধান্তে খুশি নন প্রাক্তন তারকা ...
আজকাল | ১৯ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে রোহিত শর্মার সঙ্গে ওপেন করেন বিরাট কোহলি। কিন্তু ডাহা ব্যর্থ ভারতের প্রাক্তন অধিনায়ক। সুপার এইটেও কি বিরাটকেই ওপেন করতে দেখা যাবে? এই প্রশ্নের উত্তর পেতে আফগানিস্তান ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে ভারতীয় ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তকে সমর্থন করেন না স্টিফেন ফ্লেমিং। নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জানান, টপ প্লেয়ারদের বসিয়ে রাখা যেকোনও দলের কাছেই কঠিন সিদ্ধান্ত। ফ্লেমিং বলেন, 'ভারতের ম্যানেজমেন্টকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। জয়েসওয়াল খুব ভাল প্লেয়ার। কোনও নির্দিষ্ট প্ল্যানের জন্য একজন ভাল ক্রিকেটারকে বেঞ্চে বসিয়ে রাখা সহজ নয়। কারণ সবসময় মনে হবে একজন তৈরি এবং পরীক্ষিত ব্যাটার অপেক্ষা করছে। তবে এখনও পর্যন্ত ওরা এই প্ল্যানে সফল হয়েছে।' নিউইয়র্কে চারজন পেসার খেলানো হয়। কারণ নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের পিচ পেস সহায়ক ছিল। তবে ওয়েস্ট ইন্ডিজের উইকেট মন্থর। এখানে স্পিনাররা সাহায্য পাবে। চারজন স্পিনার রয়েছে ভারতীয় দলে। তারমধ্যে দু'জন বিশিষ্ট। সেই অ্যাডভান্টেজ নেওয়ার পরামর্শ দিলেন কিউয়ি তারকা। ফ্লেমিং বলেন, 'আমার মতে ফাইনালের কথা ভেবে দল গঠন হচ্ছে। এই দলে স্পিনার রয়েছে যারা প্রয়োজনে আধিপত্য বিস্তার করতে পারবে। এমন ব্যাটার আছে যারা স্পিন ভাল খেলে। ওয়েস্ট ইন্ডিজে স্পিন বড় ভূমিকা নেবে।' ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফির পর কোনও আইসিসি ট্রফি জেতেনি ভারতীয় দল। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ জিতেছিলেন ধোনিরা। তারপর থেকে শুধুই ব্যর্থতা। ভারতকে কোনও আইসিসি ট্রফি দিতে পারেননি বিরাট কোহলি। এবার রোহিতের হাত ধরে দীর্ঘ বছরের খরা কাটাতে চায় টিম ইন্ডিয়া।