আজকাল ওয়েবডেস্ক: আইএফএর নতুন চারজন সহ সচিব নির্বাচন হয়ে গেল। তারমধ্যে তিনজন নতুন মুখ। মঙ্গলবার সন্ধেয় আইএফএ অফিসে গভর্নিং বডির সভায় সর্বসম্মতিতে সহ সচিব পদে নির্বাচিত হলেন বিশ্বজিৎ ভাদুড়ী, রাকেশ ঝাঁ, সুদেষ্ণা মুখার্জী এবং মহম্মদ জামাল। উল্লেখ্য, রাকেশ ঝাঁ সহ সচিব পদে পুনর্নির্বাচিত হলেন। বিশ্বজিৎ ভাদুড়ী সহ সভাপতি পদে ছিলেন। গভর্নিং বডির ৪৪ জন সদস্যের উপস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই চারজনের নাম প্রস্তাব করেন বর্ষীয়ান সদস্য প্রদীপ কুমার বসু। বিদায়ী সহ সচিব নজরুল ইসলাম মনোনয়ন জমা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু তাঁকে বোঝানো হয়। যার ফলে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী চারজনের নাম ঘোষণা করা হয়। তবে বৈঠকে উপস্থিত ছিলেন না মোহনবাগান এবং মহমেডানের প্রতিনিধি। শেষ মুহূর্তে গভর্নিং বডির বৈঠকের কথা জানানোয় আপত্তি তোলেন দুই প্রধানের কর্তারা। বাগান সচিব দেবাশিস দত্ত চিঠি দিয়ে জানিয়ে দেন, তিনি বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না। আরও জানান, যেকোনও বড় বৈঠকের ক্ষেত্রে তার আগে অন্তত দু'দিন ওয়ার্কিং ডে থাকা উচিত। আইএফএর গভর্নিং বডির বৈঠক পিছনোর দাবি জানায় তাঁরা। সোমবার ইদের ছুটি থাকায় মহমেডান সভাপতি আমিরুদ্দিন ববিও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন না।