• Rohit Sharma: পাঁচ দিনে তিনটে ম্যাচ, চিন্তায় থাকলেও অজুহাত দিতে চান না রোহিত...
    আজকাল | ১৯ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপের প্রথম দল হিসেবে সুপার এইটে পৌঁছেছে ভারত। বৃষ্টিতে ফ্লোরিডায় শেষ ম্যাচ ভেস্তে যাওয়ায় পরের দিন বার্বাডোজে চলে যায় টিম ইন্ডিয়া। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেও প্রথমদিন ছিল টিম বন্ডিং সেশন। সমুদ্র সৈকতে সবাইকে বিচ ভলিবল খেলতে দেখা যায়। পরের দিন থেকে শুরু হয় সুপার এইটের প্রস্তুতি। দলের সার্বিক দক্ষতাই টিম ইন্ডিয়ার হাতিয়ার। মঙ্গলবার নিজেদের এক্স হ্যান্ডেলে রোহিত শর্মার একটি ভিডিও পোস্ট করে বিসিসিআই। সেখানে সুপার এইটের প্রস্তুতি নিয়ে বলতে শোনা যায় ভারত অধিনায়ককে। রোহিত বলেন, 'এই দলটার মধ্যে বিশেষ কিছু করে দেখানোর খিদে রয়েছে। টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব শুরু করার আগে যা খুবই ভাল। দলের সবাই পার্থক্য গড়ে দিতে চায়। আমরা নিজেদের দক্ষতার ওপর ভরসা রাখব। প্রত্যেক স্কিল সেটে কিছু না কিছু পাওয়ার আছে।' সুপার এইটে পাঁচ দিনে তিনটে ম্যাচ খেলতে হবে ভারতীয় দলকে। ২০ জুন আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ। তার দু'দিন পরই বাংলাদেশের মুখোমুখি ভারত। ২৪ জুন ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ। সুপার এইটের সূচি নিয়ে কিছুটা চিন্তিত ভারতের নেতা। তবে কোনও অজুহাত দিতে চান না। রোহিত বলেন, 'প্রথম ম্যাচের পর বাকি দুটো ম্যাচ আমরা মাত্র ৩-৪ দিনের মধ্যে খেলব। একটু চাপের সূচি, তবে আমরা এটার সঙ্গে অভ্যস্থ। আমরা অনেক ট্রাভেল করি, প্রচুর ম্যাচ খেলি। তাই সূচি কোনও অজুহাত হতে পারে না। আমরা নিজেদের দক্ষতায় ফোকাস করব। দল হিসেবে আমরা যা করতে পারি সেটাই করব। প্রত্যেক সেশন খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সেটা কাজে লাগাতে হবে।' সুপার এইটে বার্বাডোজে খেলতে হবে ভারতীয় দলকে। এখানে খেলার বিষয়েও আশাবাদী ভারত অধিনায়ক । রোহিত বলেন, 'আমরা এখানে প্রচুর ম্যাচ হতে দেখেছি। আমরাও এখানে অনেক ম্যাচ খেলেছি। তাই সবাই জানে এখানে সাফল্য পেতে হলে কী করতে হবে। সবাই খুবই উত্তেজিত।' সোমবার থেকে আফগানিস্তান ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়েন রোহিতরা। নেটে ব্যাট করার সময় হাতে চোট পান সুর্যকুমার যাদব। তবে চোট গুরুতর নয়। প্রাথমিক শুশ্রূষার পর আবার ব্যাট করতে দেখা যায় সূর্যকে। 
  • Link to this news (আজকাল)