• Bihar: বিহারে উদ্বোধনের আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ১২ কোটির সেতু ...
    আজকাল | ১৯ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বিহারে ফের সেতু বিপর্যয়। উদ্বোধনের আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ১২ কোটির নবনির্মিত সেতু। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে। আরারিয়া জেলায়। সিক্তি এবং কুরসাকান্তের মধ্যে যাতায়াত আরও সহজ করতেই সেতুটি তৈরি করা হয়েছিল। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বাকরা নদীর উপরে সেতুর অংশটুকু আচমকাই ভেঙে পড়ে বিকেলে। নদীর জলের তোড়ে কয়েক সেকেন্ডের মধ্যে ভেঙে পড়া অংশটুকু ভেসে যায়। সিক্তির বিধায়ক বিজয় কুমার জানিয়েছেন, 'সেতু বিপর্যয়ের ঘটনাটি নির্মাণ সংস্থার মালিকের গাফিলতিতেই ঘটেছে। কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। প্রশাসন পুরো বিষয়টি তদন্ত করে দেখবে।' উল্লেখ্য, মার্চ মাস আগেই বিহারের সুপলেতে ৯৮৪ কোটির একটি সেতু এভাবেই ভেঙে পড়ে। সেই ঘটনায় একজনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন কমপক্ষে ১০ জন।
  • Link to this news (আজকাল)