• FLOOD: অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত ১ লক্ষের বেশি মানুষ...
    আজকাল | ১৯ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি। ১৪ টি জেলার প্রায় এক লক্ষের বেশি মানুষ বন্যার ক্ষতিগ্রস্ত। অসমের বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে শুধুমাত্র করিমগঞ্জেই প্রায় ৯৬ হাজার মানুষ বন্যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্রক্ষ্মপুত্র নদীর জল ইতিমধ্যেই ফুলে উঠেছে। টানা বৃষ্টির জেরে নদীর জল আরও বাড়ছে। ব্রক্ষ্মপুত্রের শাখানদীগুলির জলও বিপদসীমার উপর দিয়ে বইছে। আইএমডির পক্ষ থেকে বলা হয়েছে ২০ জুন পর্যন্ত অসম এবং মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। অসমের রাজধানী গুয়াহাটিও জলের তলায় গিয়েছে। গুয়াহাটির বিভিন্ন এলাকায় জল জমার ফলে জনজীবন বিপর্যস্ত হয়েছে। এখনও পর্যন্ত যা খবর তাতে জানা গিয়েছে ৩০৯ টি গ্রাম বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে করিমগঞ্জের অবস্থা সবথেকে খারাপ। বন্যার ফলে প্রায় এক হাজার ৫ একরের বেশি জমির ফসলও ক্ষতিগ্রস্ত হয়েছে। অসম সরকারের পক্ষ থেকে ১১ টি ত্রাণশিবির খোলা হয়েছে। সেখানে ৩ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। 
  • Link to this news (আজকাল)