• নজরে শেয়ার কেলেঙ্কারি, শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকে তৃণমূলের প্রতিনিধি দল...
    আজকাল | ১৯ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : শেয়ার কেলেঙ্কারি ইস্যুতে সোমবারই মুম্বই পৌঁছেছে তৃণমূলের প্রতিনিধি দল। ইতিমধ্যেই শেয়ার কেলেঙ্কারি নিয়ে সরব তৃণমূল কংগ্রেস। শরদ পাওয়ারের সঙ্গে এই নিয়ে এক প্রস্থ বৈঠক করলেন কল্যাণ ব্যানার্জি, সাগরিকা ঘোষ, সাকেত গোখলেরা। সেবি অফিসে যাওয়ার আগেই শরদ পাওয়ারের সঙ্গে মিটিং সারে তৃণমূলের প্রতিনিধি দল। তবে এই সাক্ষাৎ নেহাতই সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি তৃণমূলের।প্রসঙ্গত, ভোটের ফল নিয়ে শেয়ার বাজারে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে সেবির দ্বারস্থ হতে চলেছে তৃণমূলের ৩ সদস্যের প্রতিনিধি দল। সেবির ডিরেক্টর জি রামমোহন রাওয়ের সঙ্গে সাক্ষাতের কথা তাঁদের। সূত্রের খবর, এদিন দীর্ঘ বৈঠক হয় তৃণমূলের প্রতিনিধি দলের। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন শরদ পওয়ার, সুপ্রিয়া সুলে, বিদ্যা চৌহান এবং শিব সেনা (উদ্ধব) শিবিরের সাংসদ অরবিন্দ সাওয়ান্ত। সূত্রের খবর, সেবির অফিসে যাওয়ার আগে আন্দোলনের রণকৌশল ঠিক করা হয় এই বৈঠক থেকেই। 
  • Link to this news (আজকাল)