• Saumitra Khan: এবার তৃণমূল নেতাকে পায়ে হাত দিয়ে প্রণাম সৌমিত্রর, রাজনৈতিক জল্পনা শুরু ...
    আজকাল | ১৯ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: জল্পনা বাড়িয়ে এবার পুরনো দল তৃণমূলের এক নেতাকে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খান। মঙ্গলবার ওন্দার রতনপুরে সাংসদ একটি উন্নয়নমূলক কাজ দেখতে গিয়েছিলেন। ফেরার পথে তাঁর পুরনো দল তৃণমূল কংগ্রেসের নেতা ভবতারণ চক্রবর্তীকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি। ভবতারণ তাঁকে আশীর্বাদ করেন এবং দু'জনের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা হওয়ার পর যে যার কাজে চলে যান। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, যে সৌমিত্র নির্বাচনের আগে তৃণমূলের কট্টর সমালোচক ছিলেন সেই সৌমিত্র এভাবে গাড়ি থেকে নেমে একজন তৃণমূল নেতাকে প্রণাম করলেন! যদিও সৌমিত্র নিজে জানিয়েছেন, তিনি সৌজন্যে বিশ্বাসী। এর মধ্যে কোনও রাজনীতি নেই। কিন্তু একথা বলার পরেও চলছে রাজনৈতিক জল্পনা। কারণ লোকসভা ভোটের ফল ঘোষণার পর সৌমিত্র নিজেই তাঁর দলের বিরুদ্ধে মুখ খুলেছেন। একদিকে যেমন তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির প্রশংসা করেছেন, তেমনই ফল খারাপের জন্য তাঁর দলের রাজ্য নেতৃত্বের দিকেও আঙুল তুলেছেন। ফলে সৌমিত্রকে নিয়ে চলছে নানা জল্পনা।
  • Link to this news (আজকাল)