• বিধানসভা উপনির্বাচনে প্রার্থী 'না পসন্দ', বাগদায় পদত্যাগ করলেন দুই বিজেপি নেতা...
    আজকাল | ১৯ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বাইরের কাউকে বাগদায় প্রার্থী চাই না। সে শান্তনু ঠাকুর বা নরেন্দ্র মোদি। আসন্ন বিধানসভা উপনির্বাচনের আগে এভাবেই বাগদায় ক্ষোভ দেখাচ্ছেন বিজেপি নেতা কর্মীরা। বাগদায় প্রার্থী করা হয়েছে বিনয় কুমার বিশ্বাসকে। আর প্রার্থী পছন্দ না হওয়াতে নির্বাচনের আগে পদত্যাগ করলেন এলাকার দুই বিজেপি নেতা। ভোটে বিনয় কুমার বিশ্বাসের নাম ঘোষণার পর থেকেই উত্তেজনা ছড়াতে থাকে বাগদায়। তাঁকে প্রার্থী হিসেবে মেনে নিতে পারেনি অনেকেই। এরপরেই পদত্যাগ করেন বিজেপির বাগদা ২ মণ্ডলের সভাপতি সমীর কুমার বিশ্বাস। তাঁর পদত্যাগের পর ইস্তফা দেন বাগদা ২ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক জ্যোতির্ময় দাস। জানা গিয়েছে, পদত্যাগের আগে তাঁরা রাজ্য বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছিলেন প্রার্থী বদল করার। নির্দল প্রার্থী দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তাঁরা। তাতেও কাজ না হওয়ায় শেষ পর্যন্ত পদত্যাগপত্র। এই ঘটনায় বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। বনগাঁয় তৃণমূলের সাংগঠনিক সভাপতি বিশ্বজিৎ দাস কটাক্ষ করেছেন গেরুয়া শিবিরকে।
  • Link to this news (আজকাল)