আজকাল ওয়েবডেস্ক: উত্তর দিনাজপুরের চোপড়ার আমবাড়ি লোধাবাড়ি এলাকায় বজ্রপাতে এক জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।সূত্রের খবর, গতকাল রাত প্রায় তিনটা নাগাদ প্রচণ্ড ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন ছুটে আসেন। ছয়জনকে ঘরের মধ্যে থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চোপড়া থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা। আহতদের চোপড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে শান্ত হেমব্রম নামের ৪০ বয়সের এক ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়। আহতরা ওই চিকিৎসা কেন্দ্রেই ভর্তি রয়েছেন। মৃতদেহটি আজ দুপুরে ময়না তদন্তের জন্যে ইসলামপুর মর্গে পাঠানো হয়েছে।