• Death: ঝাড়খণ্ড পুলিশের গুলিতে মৃত্যু মুর্শিদাবাদের এক নাবালকের ...
    আজকাল | ১৯ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ঝাড়খণ্ড পুলিশের বিরুদ্ধে অভিযোগ, তারা গুলি চালিয়েচ্ছে বাংলার জেলার দিকে। গুলি চালানোর ঘটনায় বছর সতেরোর এক নাবালকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রের খবর, মৃত ওই নাবালকের নাম শহিদ শেখ। বাড়ি সামশেরগঞ্জ থানার কৃষ্ণনগরে।  স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকাল থেকে ঝাড়খণ্ডের গোপীনাথপুর গ্রামে দুটি গোষ্ঠীর মধ্যে বিবাদ এবং সংঘর্ষ চলছিল। পরে সেই বিবাদ ছড়িয়ে পড়ে ঝাড়খন্ড লাগোয়া সামশেরগঞ্জ থানার গাজিনগর-মালঞ্চ পঞ্চায়েতের অন্তর্গত কেষ্টপুর গ্রামের কিছু অংশে।  এলাকাবাসী জানিয়েছেন, ওই বিবাদকে কেন্দ্র করে গতকালই ঝাড়খণ্ডের গোপীনাথপুর গ্রামে একাধিক বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সোমবারের বিবাদকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদে সামসেরগঞ্জ সংলগ্ন ঝাড়খন্ড এলাকা। গোপীনাথপুর গ্রামে দু'দল গ্রামবাসীর মধ্যে নতুন করে সংঘর্ষ বাঁধে। যা ছড়িয়ে পড়ে সামশেরগঞ্জের কেষ্টপুর গ্রামে। অভিযোগ ঝাড়খণ্ডের কিছু বাসিন্দা হঠাৎই মারমুখী হয়ে ওঠে। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ঝাড়খন্ড পুলিশকর্মীদের উপর হামলা চালায়। সেই সময় আত্মরক্ষার জন্য ঝাড়খন্ডের পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই ঘটনার পর সামশেরগঞ্জের শহিদ শেখকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা তাকে অনুপনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শাহিদকে মৃত বলে ঘোষণা করেন।  ঘটনাস্থল পরিদর্শন করে ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, 'গন্ডগোল থামানোর সময় ঝাড়খণ্ড পুলিশ নিজেদের দিক থেকে মুর্শিদাবাদের দিকে গুলি চালায়। এই ঘটনায় মুর্শিদাবাদের এক নীরিহ কিশোরের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে জঙ্গিপুর হাসপাতালে ময়নাতদন্ত হয়েছে।'সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম বলেন , 'ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীও গুলি চালিয়েছিল। পশ্চিমবঙ্গ পুলিশ ওই এলাকাতে কোনও গুলি চালায়নি।' তিনি আরও বলেন, 'ওই এলাকায় ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গকে ভাগ করেছে মাতলা নদী। মুর্শিদাবাদের যে অংশে ছেলেটি দাঁড়িয়েছিল সেখানে কোনও গন্ডগোল ছিল না। কিন্তু কেন ঝাড়খণ্ড পুলিশ ওই নাবালককে লক্ষ্য করে গুলি চালাল তা আমরা বুঝতে পারছি না। এলাকাতে শান্তি ফিরে এলেও গোটা বিষয়টি সমাধানের জন্য বুধবার মুর্শিদাবাদ এবং ঝাড়খণ্ডের পাকুড় জেলা প্রশাসনের কর্তারা বৈঠক করবেন।' পশ্চিমবঙ্গ পুলিশ সামশেরগঞ্জের ওই এলাকায় কোনও গুলি চালায়নি বলে নিশ্চিত করেছেন জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায়। তিনি বলেন, 'গোটা বিষয়টির দিকে আমরা নজর রাখছি।'
  • Link to this news (আজকাল)