আজকাল ওয়েবডেস্ক: বর্ষীয়ান সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় তিনদিন ধরে হাসপাতালে ভর্তি। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, হৃদযন্ত্রের সমস্যার কারণে হাঁফ ধরছিল কয়েকদিন ধরেই। সেই কারণেই শনিবার শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অনেকদিন ধরেই পেসমেকার বসানো ছিল, নিয়ম মতো এবার সেই যন্ত্রেরই বদল ঘটানো হয়েছে। সোমবার সফল হয়েছে অস্ত্রোপচার। এখনও হাসপাতালে থাকলেও অবস্থা স্থিতিশীল। আগামীকাল শীর্ষেন্দু বাড়ি ফিরতে পারেন।