আজকাল ওয়েবডেস্ক: শহরের মাল্টি স্পেশালিটি হাসপাতালে বোমাতঙ্ক। মঙ্গলবার এসএসকেএম হাসপাতাল ছাড়াও শহরের একাধিক জায়গায় হুমকি মেল আসে। বলা হয় বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। এসএসকেএম কর্তৃপক্ষ এই ঘটনায় কলকাতা পুলিশের দ্বারস্থ হয়। সঙ্গে সঙ্গে বম্ব ডিসপোজাল স্কোয়াড পাঠানো হয় হাসপাতালে। শুরু হয়েছে বোমার তল্লাশি। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রোগীদের মধ্যে। হাসপাতাল সূত্রে জানা গেছে দুপুরে ডিরেক্টরের কাছে একটি মেল আসে, যাতে লেখা ছিল–বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে অ্যাকাডেমিক বিল্ডিং। যদিও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তবে হাসপাতাল জুড়ে রয়েছে চূড়ান্ত সতর্কতা। এই ঘটনায় রোগীদের মধ্যেও আতঙ্ক ছড়ায়। পুলিশ সূত্রে খবর, কেএনআর নামে একটি সংগঠন এই হুমকি মেল পাঠিয়েছে। তবে শুধু এসএসকেএম বা কলকাতার বিভিন্ন জায়গায় নয়, গোটা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে হুমকি মেল পাঠিয়ে আতঙ্ক ছড়ানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে হুমকি মেল আসে রবীন্দ্রভারতী সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে। সংখ্যাটা অন্তত ৫০।