• ডুরান্ড-সিএফএলে গোলবন্যা! তিনি জাতীয় দলের আগামীর সম্পদ, ডেভিড এখন লাল-হলুদের
    ২৪ ঘন্টা | ১৯ জুন ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইএসএলে (ISL) ফুল ফোটাতে আগুনে স্কোয়াড করতে মরিয়া ইস্টবেঙ্গল (East Bengal)। গত সপ্তাহে 'গ্রিক গোলমেশিন' দিমিত্রিওস ডায়মান্টাকোস (Dimitrios Diamantakos) ওরফে দিমিকে সই করিয়েছিল লাল-হলুদ। মঙ্গলবার দুপুরেই লাল-হলুদ সমর্থকদের দারুণ সুখবর দিল লেসলি ক্লডিয়াস সরণির শতাব্দী প্রাচীন ক্লাব। এতদিন ধরে যে ফুটবলারের আগমনী বার্তা আকাশে-বাতাসে ভাসছিল, সেই আগুনে ভারতীয় স্ট্রাইকার ডেভিড লাললানসাঙ্গাকে (David Lalhlansanga) তিন বছরের চুক্তিতে সই করাল ইস্টবেঙ্গল। প্রেস বিবৃতি দিয়ে জানিয়ে দিল ক্লাব।\

    শহর ও দেশের ফুটবল নিয়ে যাঁরা নিয়মিত খোঁজখবর রাখেন, তাঁদের কাছে আর ডেভিডের পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই। গতবছর গড়ের মাঠ পেয়েছিল বছর বাইশের মিজো গোলমিশনকে। ডুরান্ড হোক বা কলকাতা লিগ, সাদা-কালো জার্সিতে এক বা একাধিক গোল করাটা অভ্যাসে পরিণত করে ফেলেছিলেন তিনি। কলকাতা লিগে বাকি দলের কাছে ত্রাস হয়ে উঠেছিলেন তিনি। প্রায় প্রতি ম্য়াচেই তিনি গোল করতেন। মহামেডানকে প্রথমবার আই-লিগ জেতাতেও বিরাট অবদান রেখেছেন ডেভিড। গতবছর ডুরান্ড-সিএফএলে ডেভিডই ছিলেন সর্বাধিক গোলশিকারি। ডেভিডের উপর অনেক দিন ধরেই চোখ ছিল ইস্টবেঙ্গলের। অবশেষে ইস্টবেঙ্গলের জালে ডেভিড।ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত বলছেন, 'আমরা যে ক'জন ভারতীয় ফুটবলারকে দলে চেয়েছিলাম, তাদের মধ্য়ে ডেভিড অন্য়তম। অনেকদিন ধরেই সই করানোর চেষ্টায় ছিলাম আমরা। ডুরান্ড-সিএফএলে ও আমার নজরে পড়েছিল। আমাদের আগামীর টার্গেট ও। ওর মতো রত্নকে স্বাগত জানাতে পেরে আমি সত্যিই খুব খুশি।' ২০১৯-২০ মরসুমে আইজলে কাটিয়ে মহামেডানে এসেছিলেন ডেভিড। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। ডুরান্ডে ৬ গোল ও সিএফএলে ২১ গোলই তাঁর ইস্টবেঙ্গলের দরজা খুলে দিল।
     
  • Link to this news (২৪ ঘন্টা)