বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে দুই গ্রামের অশান্তি, গুলিতে মৃত্যু কিশোরের, চলছে উত্তেজনা প্রশমনের চেষ্টা
আনন্দবাজার | ১৯ জুন ২০২৪
দুই রাজ্যের দুই গ্রাম্যবিবাদের মধ্যে গুলি। তাতে মৃত্যু হল এক কিশোরের। উত্তেজনা মুর্শিদাবাদের শমসেরগঞ্জ থানার গাজিনগর এলাকায়। ঘটনাস্থল পরিদর্শনে যায় জঙ্গিপুরের পুলিশ জেলার সুপার-সহ বিশাল বাহিনী।
স্থানীয় সূত্রে খবর, মুর্শিদাবাদের গাজিনগর-মালঞ্চ পঞ্চায়েতের কৃষ্ণনগরের বাসিন্দাদের সঙ্গে বিবাদ বাধে পড়শি রাজ্য ঝাড়খণ্ডের গোপীনাথপুর গ্রামের কয়েক জনের। সেই অশান্তি মঙ্গলবার দুপুরে চরমে ওঠে। বাড়ি ভাঙচুর হয়। একে অন্যের বিরুদ্ধে লুটপাট চালানোর অভিযোগ তোলে। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। অভিযোগ, সেই সময় গুলি চালায় ঝাড়খণ্ড পুলিশ। তাতে শহিদ শেখ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তাতে আরও উত্তপ্ত হয় এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে যান জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায়।
শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা যাচ্ছে, দীর্ঘ ক্ষণের চেষ্টায় এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। ওই এলাকায় টহল দিচ্ছে পুলিশবাহিনী। পাশাপাশি, দেহ উদ্ধার করে সেটা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নতুন করে যাতে এলাকা উত্তপ্ত না হয়, সে দিকে নজর রাখছে পুলিশ। এ নিয়ে জঙ্গিপুরের পুলিশ সুপার আনন্দ রায় বলেন, ‘‘এক জনের মৃত্যুকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। তবে কে বা কারা গুলি চালিয়েছে তা তদন্তসাপেক্ষ।’’