• ৩৫ কেজি চোরাই রুপোর বল সহ মুর্শিদাবাদ পুলিশের হাতে গ্রেপ্তার নদিয়ার স্বর্ণ ব্যবসায়ী ...
    আজকাল | ১৯ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলা দিয়ে বাংলাদেশে রুপোর বল পাচার চক্রের সাথে জড়িত থাকার অভিযোগ মঙ্গলবার রাতে নদিয়া জেলার এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করল জলঙ্গী থানার পুলিশ। ধৃত ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার হয়েছে ৩৫ কেজি চোরাই রুপোর বল। ধৃত স্বর্ণ ব্যবসায়ীকে ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলাতে নিয়ে আসা হয়েছে। বুধবার তাঁকে বহরমপুর আদালতে পেশ করা হবে। পুলিশ হতে জানা গেছে, ধৃত ওই স্বর্ণ ব্যবসায়ীর নাম সঞ্জয় মণ্ডল। তাঁর বাড়ি নদিয়ার ধানতলা থানা এলাকার রঘুনাথপুর গ্রামে। ওই এলাকায় সঞ্জয়ের একটি জুয়েলারির দোকান রয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত - এই মাসের ১১ তারিখ পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সাহেবপাড়া এলাকা থেকে জলঙ্গী-ঘোষপাড়া এলাকার বাসিন্দা জয়নাল শেখ নামে এক ব্যক্তিকে ১২ কেজি রুপোর বল সহ গ্রেপ্তার করে। তদন্ত শুরু হলে পুলিশ জানতে পারে ওই ব্যক্তি বাংলাদেশে রুপোর বল পাচারের পরিকল্পনা করেছিল। এরপর ধৃত জয়নালকে জিজ্ঞাসাবাদ করে জলঙ্গী থানার তদন্তকারী আধিকারিকেরা জানতে পারেন- ধানতলা থানা এলাকার স্বর্ণ ব্যবসায়ী সঞ্জয় চোরাই রুপোর বল পাচার চক্রের সাথে জড়িত। সঞ্জয় চোরাই পথে প্রায় ৩৫ কেজি রুপোর বল কিনেছে বলে পুলিশ জানতে পারে। জলঙ্গী থানার এক শীর্ষ আধিকারিক নাম না প্রকাশের শর্তে বলেন -গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে ওই ব্যবসায়ীর দোকানে অভিযান চালায়। সেখান থেকে ওই ব্যবসায়ীকে ৩৫ কেজি চোরাই রুপোর বল সহ গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে -এই মুহূর্তে বাংলাদেশের রুপোর দাম ঊর্ধ্বমুখী। সেই সুযোগ নিয়ে কিছু ভারতীয় চোরাচালানকারী এই দেশ থেকে নিয়মিত বাংলাদেশে রুপোর বল পাচার করার চেষ্টা করছেন।
  • Link to this news (আজকাল)