• ‌ হলং অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত হল তদন্ত কমিটি
    আজকাল | ১৯ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ডুয়ার্সের ঐতিহ্যবাহী হলং বনবাংলো। মাদারিহাট সংলগ্ন জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গলের ভেতর থাকা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই বাংলোটিতে মঙ্গলবার রাত ন’‌টা নাগাদ আগুন লাগে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় কাঠের তৈরি সুদৃশ্য গোটা বাংলো। কীভাবে এই অগ্নিকাণ্ড তা নিয়ে তুঙ্গে রয়েছে চর্চা। দুর্ঘটনা নাকি অন্তর্ঘাত? তা নিয়ে কানাঘুষো চলছে। এই পরিস্থিতিতে সত্য উদঘাটনে তদন্ত কমিটি গড়লেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। কমিটিতে রয়েছেন মুখ্য বনপাল, ডিএফও, ওই বাংলো এলাকার ফরেস্ট রেঞ্জার–সহ বেশ কয়েকজন। বুধবার দুপুরে সল্টলেকে বনবিভাগের দপ্তরে বৈঠকে বসবে এই কমিটি। প্রয়োজনে বৃহস্পতিবারই ঘটনাস্থলে যাবেন তদন্ত কমিটির সদস্যরা।
  • Link to this news (আজকাল)