• Purba Bardhaman: ‌স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে আত্মঘাতী যুবক, পূর্ব বর্ধমানে চাঞ্চল্য ...
    আজকাল | ১৯ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ স্ত্রী’‌র বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। এই নিয়ে স্বামীর সঙ্গে অশান্তি। সালিশি সভা বসিয়েও লাভ হয়নি। সবশেষে চরম পদক্ষেপ নিল যুবক। স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী যুবক। শাশুড়ি মারা গেলেও হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে স্ত্রী।ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশগ্রামের ছোড়া গ্রামের আদিবাসী পাড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন স্ত্রী। এই নিয়ে নিত্য অশান্তি হত সোম সোরেন ও সুক্তি সোরেনের। অশান্তির জেরে আলাদা থাকতেন স্বামী–স্ত্রী। নতুন করে গোলমাল শুরু হয় পরিবারের এক জনের বিয়ের অনুষ্ঠানে। স্থানীয়দের দাবি, সুক্তি তাঁর মাকে নিয়ে এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন। সেখানে সোমও নিমন্ত্রিত ছিলেন। কিন্তু তিনি যাননি। রাতে বিয়েবাড়ির সবাই যখন ঘুমিয়ে, অভিযোগ তখন ধারালো অস্ত্র নিয়ে সেখানে যান সোম। যে ঘরে সুক্তি এবং তাঁর মা ঘুমোচ্ছিলেন, সেখানে ঢুকে নির্বিচারে কোপাতে থাকেন। চিৎকারে আশপাশের ঘরের লোকজনের ঘুম ভেঙে যায়। এরপরই সেখান থেকে পালায় সোম। রক্তাক্ত অবস্থায় সুক্তি ও তাঁর মা মুঙ্গুলিকে বন নবগ্রাম ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে মারা যান ৬৫ বছরের মুঙ্গুলি। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই বর্ধমান মেডিক্যালে স্থানান্তরিত করা হয় সুক্তিকে। সেখানেই চিকিৎসাধীন তিনি। তাঁর গলায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। এদিকে বুধবার সকালে আদিবাসী পাড়ার কিছুটা দূরে একটি গাছে উদ্ধার হয় সোমের ঝুলন্ত দেহ। সোমের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মুঙ্গুলির দেহও ময়নাতদন্তে পাঠানো হয়। 
  • Link to this news (আজকাল)