• Dies: ‌পূর্ব মেদিনীপুরে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীর বাবা, মৃত্যু হাসপাতালে ...
    আজকাল | ১৯ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ পূর্ব মেদিনীপুরে ভোট পরবর্তী হিংসার বলি বিজেপি কর্মীর বাবা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের অর্জুননগর অঞ্চলের ১৯৮ নম্বর বুথ ধাঁইপুকুরিয়া এলাকায়। জানা গেছে, ওই এলাকার বাসিন্দা শশাঙ্ক মাইতি বিজেপির সক্রিয় কর্মী বলে পরিচিত। তাঁর পরিবারের দাবি, তৃণমূল কংগ্রেসের করা মিথ্যা মামলার কারণে দীর্ঘদিন ঘরছাড়া তিনি। অভিযোগ, মঙ্গলবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা শশাঙ্কবাবুর বাড়িতে হানা দেয়। মা, স্ত্রী ও বউদিকে আক্রমণ করে। শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। পরিবারের মহিলাদের বাঁচাতে এগিয়ে আসেন শশাঙ্কবাবুর বাবা গৌরহরি মাইতি। দুষ্কৃতীদের বাধা দেওয়ার চেষ্টা করায় তাঁকে ধাক্কা দেয় অভিযুক্তরা। মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। গৌরহরি মাইতিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরব গ্রামবাসীরা। 
  • Link to this news (আজকাল)