• P Thankappan Nair: চলে গেলেন তিলোত্তমার প্রেমিক পি টি নায়ার
    আজকাল | ১৯ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পি টি নায়ার। পুরো নাম পরমেশ্বরণ থঙ্কপ্পন নায়ার। কেরলের ছেলে হয়েও প্রবল ভালবেসেছিলেন কলকাতাকে। কলকাতার একনিষ্ঠ প্রেমিক ৯১ বছর বয়সে দীর্ঘ গবেষণা, প্রচুর বই আর মানুষের মনে দাগ রেখে চলে গেলেন মঙ্গলবার সন্ধেয়। প্রায় ৭ দশক আগের কথা। সালটা ১৯৫৫। ম্যাট্রিকুলেশন পাশ করে সদ্য কিশোর মাদ্রাজ মেলে চড়ে হাজির হয়েছিল কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, এলএলবি পাশ করে টাইপিস্টের কাজ শুরু করলেন ১২৫ টাকা বেতনে। ধীরে ধীরে ভালবেসে ফেললেন কলকাতাকে। কলকাতার অলি-গলিকে আঁকড়ে ধরে রয়ে গেলেন শহরেই। বছরের পর বছর ধরে গভীর মনোযোগে লক্ষ্য করলেন কলকাতার বুকে ব্রিটিশ স্বাক্ষর, আদালতের ইতিহাস,শহরের সরাইখানা থেকে হোটেল, সিটি অফ জয়তে বসবাসকারী দক্ষিণ ভারতীয়দের জীবন-যাপন। সেসব কথা ধরে রাখলেন একের পর এক বইয়ে, লেখায়। মোট ৬২টি বই লিখেছেন তিনি। তাঁর বিপুল বইয়ের সংগ্রহও অবাক করার মতো। শোনা যায়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে তাঁর বিপুল বই কিনে নেওয়ার প্রস্তাব এসেছিল, যদিও তিনি সেগুলি কলকাতা টাউন হল সোসাইটিতে দান করার সিদ্ধান্ত নেন। পরিবারের অনুরোধে শেষ বয়সে ফিরে গিয়েছিলেন কেরলে। চোখে জল নিয়ে ৬৩ বছর কলকাতায় কাটিয়ে ২০১৮ সালে কলকাতা ছেড়ে চলে যান কেরলের চন্দমঙ্গলমে। ছোট্ট গ্রামে কাটিয়েছেন শেষ কয়েকবছর।
  • Link to this news (আজকাল)