• 'শহরের একটা অংশ আমাদের ভোট দেননি,' বলছেন সৌগত, তাপসকেও 'ধমক' কটাক্ষ
    আজ তক | ১৯ জুন ২০২৪
  • পশ্চিমবঙ্গে লোকসভা ভোটে দুর্দান্ত রেজাল্ট (West Bengal Lok Sabha Elections Result 2024) তৃণমূল কংগ্রেসের (TMC)। তৃণমূলের এই ব্যাপক সাফল্যের পিছনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকেই কৃতিত্ব দিলেন দমদমের সাংসদ সৌগত রায়। তাঁর বক্তব্য, যাঁরা বড় বড় ফ্ল্যাটে থাকেন, অবস্থাপন্ন পরিবার, তাঁরা ভোট দেননি। ভোট দিয়েছেন গরিব মহিলারা। বরানগরের সভা থেকে কলকাতা উত্তরের পরাজিত বিজেপি প্রার্থী তাপস রায়কেও কটাক্ষ করেন সৌগত। বলেন, 'ও ভেবেছিল ও পার্টির চেয়ে বড়।'

    সৌগত রায়ের কথায়, 'ঝুপড়ির গরিব মহিলারা যাঁরা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন তাঁরাই আমাদের রক্ষাকর্ত্রী। আমাদের ঢেলে ভোট দিয়েছেন। মহিলারাই আমাদের জিতিয়েছেন। কিন্তু শহরের একটা অংশ আমাদের ভোট দেননি। লক্ষ্মীর ভাণ্ডার যদি না থাকত…যাঁরা ফ্ল্যাটে থাকেন, অনেক জায়গায় তাঁরা আমাদের ভোট দেননি। আর সংখ্যালঘুরা আমাদের সেন্ট পার্সেন্ট ভোট দিয়েছেন।' ২০২১ সালে বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলাদের প্রতিমাসে ৫০০ টাকা করে দেওয়া হবে। ২০২৪ সালে লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় টাকার অঙ্ক বাড়িয়ে ১ হাজার টাকা করে দেন। একই সঙ্গে তফশিলি জাতি ও উপজাতি মহিলাদের ১২০০ টাকা করে দেওয়া হয়েছে। 

    এদিন কলকাতা উত্তরের পরাজিত বিজেপি প্রার্থী তাপস রায়েরও সমালোচনায় সরব হন সৌগত।  বরানগরের সভা থেকে প্রাক্তন বিধায়ক তথা লোকসভা ভোটে কলকাতা উত্তরের পরাজিত বিজেপি প্রার্থী তাপস রায়কে কটাক্ষ সৌগত বলেন, 'সব সময় দেখতাম, তাপস মিটিং ডেকে কাউকে না কাউকে ধমক দিচ্ছে। সব সময়, এই এটা তুমি করেছ কেন?— এটা করলে কেউ পার্টি করবে না। পার্টিকে ভালোবেসে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে মানুষ রাজনীতিতে আসেন। ধমক খাওয়ার জন্য নয়। ও ভেবেছিল ও পার্টির চেয়ে বড়।'

    সৌগত রায়ের কটাক্ষের প্রেক্ষিতে তাপস রায়ের বক্তব্য, 'দীর্ঘদিন আমি ওখানকার এমএলএ ছিলাম। তখন তো কই, কেউ একথা বলেনি। এখন এই সব কথা। ধমক দিতে গেলে নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে হয়। অনেক স্যাক্রিফাইস করতে হয়। লোভ সংযম করতে হয়।'  

    বরানগরের নবনির্বাচিত তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে দমদমের সাংসদ বলেন, 'উনি ভালবাসার বিধায়ক। বরাহনগরেএই প্রথম কোনও মহিলা বিধায়ক হলেন।' 
  • Link to this news (আজ তক)