• তাপমাত্রা কমার পূর্বাভাস, বৃষ্টি কি আদৌ হবে? জানাল হাওয়া অফিস
    আজ তক | ১৯ জুন ২০২৪
  • গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গের মানুষ। বাতাসে আদ্রতাজনিত কারণে গুমোট গরম। উত্তরবঙ্গে আবার আলাদা ছবি। সেখানে বৃষ্টি হচ্ছে। আবহাওয়াও মনোরম। তবে দক্ষিণবঙ্গে বর্ষা কি আদৌ আসবে? এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। এর আগে একাধিকবার বৃষ্টির পূর্বভাস দিলেও তা মেলেনি বলে অভিযোগ। এমতাবস্থায় আবহাওয়ার লেটেস্ট আপডেট দিল আলিপুর আবহাওযা দফতর। 

    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। আদ্রতাজনিত অস্বস্তি কমতে পারে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩.৪ ডিগ্রি বেশি। তবে আগামী কয়েক দিনে তাপমাত্রা কমতে পারে।

    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে। অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আবার উত্তরবঙ্গের একাধিক জায়গাতেও দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের আরও পূর্বাভাস, বঙ্গোপসাগর থেকে প্রবল আর্দ্রতা প্রবেশের কারণে দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই। উত্তরবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বাড়বে। 

    দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ-সহ প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবার থেকেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার বা রবিবার থেকে বৃষ্টি বাড়বে। বর্ষা প্রবেশের পরই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

    প্রসঙ্গত, মঙ্গলবার থেকেই কলকাতায় বৃষ্টির পূর্বাভাস ছিল। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকলেও কলকাতায় হয়নি। গুমোট গরমে কার্যত হাঁসফাঁস করছে তিলোত্তমার মানুষ। জেলায় জেলায় বৃষ্টির পূর্বভাস ছিল। তবে সর্বাংশে তা মেলেনি। কোনও কোনও জেলায় খুব সামান্য বৃষ্টি হয়েছে। তাতে গরম কমেনি। বরং আদ্রতাজনিত অস্বস্তি বেড়েছে। 
  • Link to this news (আজ তক)