• ফের ট্রেনের সময়সূচিতে বদল! জেনে নিন কোন ট্রেন কখন চলবে...
    ২৪ ঘন্টা | ১৯ জুন ২০২৪
  • রণজয় সিংহ: বেশ কয়েকদিন ধরেই রেলের নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন সাধারণ মানুষ। সদ্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার পর থেকেই এই অংশে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন রেলযাত্রীরা।এরই মধ্যে আজ, করসপন্ডিং ট্রেন লেটে চলার কারণে বেশ কিছু ট্রেনে সময়সূচি বদলাল। দেখে নেওয়া যাক কোন কোন ট্রেনের ক্ষেত্রে এটা ঘটল।

    ১) ১৩১৪৭ শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেসট্রেনটি আগামীকাল ২০ জুন শিয়ালদা ছাড়বে রাত দুটোর সময়ে। ছাড়ার কথা ছিল আজ, সন্ধে ৭টা ৪০ মিনিটে।

    ২) ১৩১৪৯ শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেসআগামীকাল ২০ জুন রাত ১২টা ১৫ মিনিটে এটি ছাড়বে।
    ছাড়ার কথা ছিল আজ, ১৯ জুন রাত ৮টা ৩৫ মিনিটে।

    ৩) ১২৩৭৭ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেসআগামীকাল, ২০ জুন ভোর ৩টে ৩০ মিনিটে ছাড়বে
    ছাড়ার কথা ছিল আজ, ১৯ জুন ১১টা ২০ মিনিটে।

    ৪) ১২৩৪৫ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসআগামীকাল হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে ভোর ৫টার সময়ে
    ছাড়ার কথা ছিল ১৯ জুন বিকেল ৪টে ০৫ মিনিটে।

    ৫) ১২০৪১ হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসছাড়বে আজ, ১৯ জুন বিকেল ৫টা ১০ মিনিটে।
    ছাড়ার কথা ছিল আজই দুপুর ২টো ২৫ মিনিটে।

    ৬) ১৩১৪১ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেসছাড়বে আজ, ১৯ জুন সন্ধে ৭টা ৪০ মিনিটে।
    ছাড়ার কথা ছিল আজই বিকেল ৩টেয়।

    এই বিজ্ঞপ্তি জারি করে রেল জানিয়েছে, এই পরিবর্তনের কারণে রেলযাত্রীদের যে অসুবিধা হবে, সেজন্য তারা দুঃখিত।প্রসঙ্গত, কদিন আগে রেল দুর্ঘটনার জের আজও চলছে। সোমবার সকালেই শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা লাগে। দুর্ঘটনাটি ঘটে রাঙাপানি স্টেশনের কাছে। দুর্ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্য়ু ঘটেছে। আহত কমপক্ষে ৪০। এটা রেল মন্ত্রকের তথ্য। তবে, মনে করা হচ্ছে, মৃত্যু হয়েছে কমপক্ষে ১৫ জনের। আহতের সংখ্যা অন্তত ৬০। ঘটনায় দুঃখপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দুর্ঘটনাস্থলের যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দুঃখপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অকুস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • Link to this news (২৪ ঘন্টা)