লোকসভা ভোট মেটার পর থেকেই রাজ্যের বিভিন্ন থেকে অশান্তির খবর আসছে। কোথাও আক্রান্ত বিজেপি, কোথাও আবার তৃণমূল। পরিস্থিতি খতিয়ে দেখতে শহরে পৌঁছেছে বিজেপির চার সদস্যের প্রতিনিধি দল। এসবের মাঝেও হিংসার ঘটনা ঘটেই চলেছে। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে অবস্থানে বসার অনুমতি চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু মেলেনি অনুমতি।
এর পরই রাজভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থানে বসতে চেয়ে আদালতের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। সেখানেই উঠে আসে তৃণমূলের রাজভবন অভিযান প্রসঙ্গ। কেন রাজভবনের সামনেই অবস্থানে বসতে হবে? সেই প্রশ্ন তোলেন বিচারপতি অমৃতা সিনহা। সরাসরি প্রশ্ন তোলেন, "শাসকদল বসেছিল বলে?" পাশাপাশি পরামর্শ দেন অন্য জায়গা বেছে নেওয়ার জন্য। পরবর্তীতে তা জানানোর কথাও বলেন তিনি।