• স্তিমাচকে সরিয়ে ভারতীয় ফুটবলের নতুন কোচ খোঁজা শুরু, কী কী যোগ্যতামান রেখেছে ফেডারেশন
    আনন্দবাজার | ১৯ জুন ২০২৪
  • বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ব্যর্থতার পরে ভারতের ফুটবল দলের কোচের পদ থেকে ইগর স্তিমাচকে সরিয়ে দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এ বার নতুন কোচ খোঁজা শুরু করেছে তারা। নতুন কোচের জন্য কী কী যোগ্যতামান রাখছে ফেডারেশন?

    ১৯ জুন বিজ্ঞপ্তি দিয়েছে ফেডারেশন। ইমেল করে আবেদন করা যাবে। ৩ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। তার পরে ইন্টারভিউ পর্ব শুরু হবে। যাঁকে নেওয়া হবে তিনি সিনিয়র দলের পাশাপাশি অনূর্ধ্ব-২৩ দলেরও কোচিং করাবেন।

    কোচ হওয়ার যোগ্যতামান—

    ১) কোনও যুব ও সিনিয়র আন্তর্জাতিক দলে অন্তত ১০ থেকে ১৫ বছর কোচিং করানোর অভিজ্ঞতা থাকতে হবে।

    ২) কোনও দেশের জাতীয় দলের প্রধান কোচ হওয়ার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। যদি বিশ্বকাপ ও মহাদেশীয় প্রতিযোগিতায় কোচিং করানোর অভিজ্ঞতা থাকে তা হলে আরও অগ্রাধিকার দেওয়া হবে।

    ৩) এএফসি বা উয়েফা প্রো লাইসেন্স থাকতে হবে।

    ৪) ফুটবল খেলার অভিজ্ঞতা থাকতে হবে।

    ৫) বর্তমান দলকে আরও উন্নত করার পরিকল্পনা থাকতে হবে।

    ৬) নির্দিষ্ট বাজেটের মধ্যে ফুটবলারদের আধুনিক প্রশিক্ষণ দেওযার ক্ষমতা থাকতে হবে।

    ৭) নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকতে হবে।

    ৮) ফুটবলারদের সঙ্গে সম্পর্ক ভাল রাখার দক্ষতা থাকতে হবে।

    ৯) স্পনসর ও সংবাদমাধ্যম সামলানোর ক্ষমতা থাকতে হবে।

    ১০) ভারতে কাজ করা অন্য কোচদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। নিজের অভিজ্ঞতা বাকিদের সঙ্গে ভাগ করে নিতে হবে।

    ১১) দলের মধ্যে কাজ করার ক্ষমতা রাখতে হবে। দলের ফুটবলারদের একতা বজায় রাখার ক্ষমতা থাকতে হবে।

    ১২) ব্যক্তিগত ও পেশাদার জীবন আলাদা রাখার দক্ষতা রাখতে হবে। সহকর্মীদের সম্মান করতে হবে।

    অক্টোবরের আগে ভারতের কোনও আন্তর্জাতিক ম্যাচ নেই। অর্থাৎ, নতুন কোচ খোঁজার পর্যাপ্ত সময় পাবে ফেডারেশন। সূত্রের খবর, ভারতীয় নয়, বিদেশি কোচের দিকেই নজর রয়েছে তাদের। তত দিন সহকারী কোচেরা দলকে সামলাবেন।
  • Link to this news (আনন্দবাজার)