• Kanchanjunga Accident: সোমের কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার রেশ বুধেও, সময় বদল একগুচ্ছ ট্রেনের ...
    আজকাল | ২০ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সোমবার দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। দুর্ঘটনার পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানানো হয়েছে রেলের তরফে। তবে বুধবারেও পরিবর্তিত সময়ে চলছ এ একাধিক ট্রেন। হয়রানির শিকার যাত্রীরা। মঙ্গলবারে ৬টি এক্সপ্রেস ট্রেন বাতিল ছিল, সময় বদল করা হয়েছিল একগুচ্ছ ট্রেনের। দুর্ঘটনার রেশ বুধবারেও জারি। বেশকিছু ট্রেন ঘুরপথে চলছে, বেশ কিছু ট্রেন চলছে ধীরগতিতে। ফলে সময় লাগছে বেশি। তার কারণেই সময় বদল হচ্ছে পরের ট্রেনগুলির। রেল যে সূচি দিয়েছে, তাতে বুধবারেও ৬টি ট্রেন নির্ধারিত সময়ের পরে চলছে। ১৩১৪৭, শিয়ালদা-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস, যে ট্রেনের নির্ধারিত সময় ১৯ তারিখ সন্ধে ৭টা ৪০, সেটি শিয়ালদা থেকে ছাড়বে ২০ জুন ২টায়। ১৩১৪৯, আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস ১৯ তারিখ রাত ৮.৩৫-এর বদলে ২০ তারিখ রাত ১২টা ১৫তে ছাড়বে। প্রায় ৪ ঘন্টা দেরিতে ছাড়বে ১২৩৭৭ শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস। পরিবর্তিত সময়ে চলছে হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস।
  • Link to this news (আজকাল)