আজকাল ওয়েবডেস্ক: উত্তরবঙ্গে এবার সময়ের কয়েকদিন আগে বর্ষা এলেও, দক্ষিণের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করেনি এখনও। নির্ধারিত সূচি অনুযায়ী, ১১ জুন দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশের কথা থাকলেও, এখনও আসেনি। তবে বুধবার দিনভর মেঘলা থাকল কলকাতার আকাশ। কিছুটা নিম্নমুখী তাপমাত্রাও। হাওয়া অফিস জানিয়েছে বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা কিছুটা কমলেও, গুমোট গরম রয়ে গিয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তির সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুই তিন দিনে বৃষ্টি বাড়বে দক্ষিনের জেলাগুলিতে। তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, ভারি বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ভারি থেকে অতিভারি বৃষ্টি জারি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। হাওয়া অফিস জানিয়েছে, আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি, বজ্রপাতের সতর্কতার কথা।