Rituparna Sengupta: ইডির তলবে হাজিরা, প্রায় ৫ ঘন্টা পর সিজিও থেকে বেরোলেন ঋতুপর্ণা...
আজকাল | ২০ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: রেশন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাকে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ৫ জুন রেশন দুর্নীতি মামলায় তাঁকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তবে প্রথমবার তলবে হাজিরা দিতে না পারলেও, বুধবার, ১৯ জুন দুপুর ১টা নাগাদ সিজিও-তে হাজিরা দেন অভিনেত্রী। নজর ছিল, তাঁকে কতক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়, এবং জিজ্ঞাসাবাদ শেষে তিনি কী বলেন সেদিকেই। প্রায় ৫ ঘন্টা পর, ৫টা ৫০ নাগাদ সিজিও থেকে বেরোন তিনি। জিজ্ঞাসাবাদ শেষে ইডি দপ্তর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেত্রী বলেন, 'তদন্তে সহযোগিতার কারণে আমাকে কিছু তথ্য দিতে বলা হয়েছিল। আমি পূর্ণ সহযোগিতা করেছি। এই দুর্নীতির সঙ্গে আমার কোনও যোগ নেই। আমার সহযোগিতায় তারা খুশি।' অভিনেত্রীর আইনজীবী জিজ্ঞাসাবাদ শেষে জানান, তদন্তে পূর্ণ সহযোগিতা করেছেন ঋতুপর্ণা। তাঁকে আর তলব করা হয়নি, অন্য কোনও তথ্যও চাওয়া হয়নি। উল্লেখ্য, বুধবার ঋতুপর্ণা সিজিও কমপ্লেক্সে পৌঁছনোর আগেই বেশকিছু কাগজপত্র নিয়ে সেখানে পৌঁছেছিলেন তাঁর হিসাবরক্ষক।