শুক্রবার ছিল মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। বেরোয়া গ্রামের বাসিন্দা স্মৃতি ঘোষ এ বারের পরীক্ষার্থী। এরুয়ার উচ্চ বিদ্যালয় তার পরীক্ষাকেন্দ্র। সকালে কয়েক জন সহপাঠীর সঙ্গে একটি গাড়ি ভাড়া করে পরীক্ষা দিতে যাচ্ছিল স্মৃতি। ওই গাড়ির পিছন পিছন বাইকে যাচ্ছিলেন স্মৃতির খুড়তুতো দাদা অরিজিৎ। বাইকের পিছনের আসনে ছিলেন স্মৃতির দিদি রিক্তা। সকালে বেশ কুয়াশা ছিল। বাইকের বিপরীত দিক থেকে একটি গাড়ি যে চলে এসেছে ঠাওর করতে পারেননি অরিজিৎ। গাড়ি এবং বাইকের মুখোমুখি ধাক্কা লাগে। অকুস্থলেই মৃত্যু হয় অরিজিতের। রক্তাক্ত অবস্থায় রিক্তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। যদিও ওই পরীক্ষার্থীকে এই দুর্ঘটনার বিষয়ে কিছু না জানিয়ে তাকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন স্থানীয়রা। এই ঘটনায় শোকস্তব্ধ এলাকাবাসী। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্য দিকে, মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে উত্তরবঙ্গে এক পরীক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। শুক্রবার সাহুডাঙ্গি- আমবাড়ি রাজ্য সড়কের ওই দুর্ঘটনায় আহত হয়েছে বিকি রায় নামে এক মাধ্যমিক পরীক্ষার্থী। তার বাড়ি মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের শিমুলগুড়ি এলাকায়।