শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ছোট নির্মলজোতে রেল দুর্ঘটনার পরে কেটেছে ৪৮ ঘণ্টা। সোমবার ইদের নমাজ থেকে এসেই অনেকে ছুটেছিলেন দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধারে-সাহায্যে। পরদিন মঙ্গলবার কার্যত নিয়ম রক্ষার উৎসবে শামিল হয়েছিলেন অনেকে। বুধবার দুর্ঘটনার আতঙ্ক ভুলে অনেকে কাজে ফেরার চেষ্টা করেন। তখনই তাঁদের নজরে পড়ে, চাষের ফসল নষ্ট হয়েছে অনেক জায়গায়। অভিযোগ উঠেছে ক্ষতিপূরণ নিয়ে। ফাঁসিদেওয়ার বিডিও বিপ্লব বিশ্বাস বলেন, ‘‘চাষিদের ক্ষয়ক্ষতির বিষয়ে শুনেছি। কৃষি দফতরকে জানিয়ে কী ভাবে সাহায্য করা যায়, দেখতে বলা হয়েছে।’’ ব্লক কৃষি দফতরের তরফে খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। এ দিন ফজিরুল রহমান, মহম্মদ সিরাজ উদ্দিন, মহম্মদ আজিবুল এবং আরও কয়েক জন চাষি এনজেপি জিআরপিতে যান। তাঁদের দাবি, জিআরপিতে ডেকে নাম নেওয়া হয়েছে। মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের প্রধান লক্ষ্য ছিল। তবে তাঁদের চাষবাস করে সংসার। ফসল নষ্টের ফলে সমস্যায় পড়েছেন তাঁরা। তাই ক্ষতিপূরণ পেলে উপকৃত হবেন।
শিলিগুড়ি রেল পুলিশের সুপার এস সেলভামুরুগন বলেন, ‘‘তদন্তের জন্য স্থানীয়দের ডাকা হতেই পারে। আমরাও প্রত্যক্ষদর্শীদের ডাকব। তবে ক্ষতিপূরণের দাবি নিয়ে কেউ এলে, উচ্চ স্তরে জানান হবে।’’