• হাতিনালা পার হতে গিয়ে জলে হাবুডুবু খেল হাতি
    আজকাল | ২০ জুন ২০২৪
  • অতীশ সেন, ডুয়ার্স: হাতিনালা পেরোতে গিয়ে জলে হাবুডুবু খেল হাতি। তীব্র স্রোতে কিছুদূর ভেসে গেলেও পরে সাঁতরে হাতিটি পাড়ে ওঠে। জানা গিয়েছে বুধবার ভোরে রেতির জঙ্গল থেকে বেরিয়ে একদল হাতি মোরাঘাট জঙ্গলের দিকে যাচ্ছিল। হাতির এই করিডোরে উমেশ খাল (হাতিনালা), শিলিগুড়ি-আলিপুরদুয়ার রেল লাইন, ১৭ নম্বর জাতীয় সড়ক ও মোরাঘাট-গয়েরকাটা রাজ্য সড়ক পেরোতে হয়। হাতির দলটি হাতিনালার কাছে এসে দাঁড়িয়ে পড়ে। সেই সময় ভুটান পাহাড় সহ বানারহাট ব্লকের চামুর্চী এলাকায় প্রবল বৃষ্টির জেরে হাতিনালায় জলের বেগ ছিল বেশি। দলেরই একটি হাতি এই খালটি পেরনোর জন্য জলে নামলে, প্রবল স্রোতে কিছুদূর ভেসে যায়।

    রেললাইনকে হাতিনালার জল থেকে বাঁচাতে বানারহাট ব্লকের মোরাঘাট মোড় থেকে বিন্নাগুড়ি পর্যন্ত লাইনের এক পাশে বোল্ডর দিয়ে উঁচু বাঁধ নির্মাণের কাজ শুরু করেছিল রেল দপ্তর। একি সঙ্গে কাজ শুরু হয়েছিল হাতিনালার পাড় বাঁধাইয়ের। হাতি ও বন্য জন্তুদের করিডোরের এই বাঁধ নির্মাণ হলে যাতায়াতের পথ বন্ধ হবে বলে বন দপ্তরের পক্ষ থেকে আপত্তি জানানোর পর এই কাজ আপাতত বন্ধ রাখা হয়। এদিনের ঘটনাটিও এই এলাকাতেই ঘটে। জানা গিয়েছে হাতিটি কিছুদূর স্রোতে ভেসে গেলেও হাতিনালার ওই এলাকা বোল্ডার দিয়ে বাঁধাই না করার ফলে হাতিটি মাটি ভেঙে উপরে উঠে আসতে পেরেছে। সমস্ত জায়গায় খাঁড়া ঢালের বোল্ডার বাঁধাই করা থাকলে এদিন দূর্ঘটনা ঘটতে পারত। ঘটনার প্রত্যক্ষদর্শী সফির আনসারী বলেন, বুধবার ভোর ৬ টা নাগাদ হাতিনালা পেরতে গিয়ে একটি হাতি জলে অনেকটা দূর অবধি ভেসে যায়। পরে সে নিজেই জল থেকে সাঁতরে উঠে বেরিয়ে যায়। তিনি বলেন হাতির দলের পারাপারের জন্য এই এলাকায় বিকল্প ব্যবস্থা করা প্রয়োজন। বাঁধ পেরতে গিয়ে এদিনও হাতিগুলি সমস্যায় পড়ে। বনদপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের সূত্রে জানা গেছে, রেতির জঙ্গল থেকে ১৫ টি হাতির একটি দল বেরিয়েছিল। দলটিকে বনকর্মীরা সুরক্ষিত ভাবে তাড়িয়ে ফের জঙ্গলে পাঠিয়ে দিয়েছেন।

    ছবি: হাতিনালা পেরোতে গিয়ে এই জায়গাতেই ভেসে গিয়েছিল হাতিটি
  • Link to this news (আজকাল)