টুপির মধ্যেই আলো-ফ্যান-গান শোনার যন্ত্র, স্মার্ট ক্যাপ তৈরি নদিয়ার শিক্ষকের
এই সময় | ২০ জুন ২০২৪
৪০ ডিগ্রির গরমে তাঁদের নিস্তার নেই। পাখা, এসি- কোনওটারই সুখ তাঁরা ভোগ করতে পারেন না। জমি 'পাওয়ানো', হাল চালানো, নিকানো সব কাজ করতে হয় কৃষকদের। এবার তাঁদের গরমের হাত থেকে রেহাই দিতে 'স্মার্ট টুপি' আবিষ্কার! মাথায় লাগানো টুপিতে ফুরফুর করে ঘুরবে ফ্যান। ফলে রোদ-গরমের হাত থেকে মুক্তি পাবেন কৃষকরা।এই টুপি তৈরি করেছেন নদিয়ার স্কুল শিক্ষক সুকুমার বিশ্বাস। তিনি সৌরশক্তিকে কাজে লাগিয়ে এই টুপি তৈরি করেছেন। অত্যাধুনিক এই টুপিতে শুধু পাখাই নয়, রয়েছে একটি আলোও। অনেক সময় রাতের বেলা কৃষকদের মাঠে কাজ করতে হয়। ফলে তাঁরা এই আলো ব্যবহার করতে পারবেন।
পাশাপাশি টুপি থেকে বার হবে গানও! মাঠে কাজ করতে করতে মাইক্রোচিপের সাহায্য এই টুপি ব্যবহারকারী কৃষকরা শুনতে পারবেন গান। একইসঙ্গে সেই কৃষককে পোকামাকড়ের হাত থেকেও রক্ষা করবে এই টুপি। বিশেষ এই টুপি ব্যবহার করার ফলে একটি বিশেষ তরঙ্গ তৈরি হবে। যার ফলে টুপি পরিধানকারীর ১০০ মিটারের আশেপাশে ঘেঁষতে পারবে না কোনও পোকা। পাশাপাশি রেডিও ফ্রিকোয়েন্সিংয়ের মধ্য দিয়ে তিনি তিন কিলোমিটার পর্যন্ত দূরত্বে অবস্থিত কোনও ব্যক্তির সঙ্গে কথা বলতে পারেন। এই প্রযুক্তি তৈরি করতে সময় লেগেছিল প্রায় এক মাস।
সুকুমার বিশ্বাস বলেন, 'গোটা দেশে গরম বাড়ছে। অনেকেই ফ্যান কিনছেন, এসি কিনছেন। কিন্তু, অন্নদাতাদের তো মাঠে থাকতেই হয়! তাঁদের মাথার উপর ছাদ নেই। আর তাঁদের জন্যই এই বিশেষ টুপি তৈরি করা হয়েছে।'
এই টুপিটিতে লাগানো হয়েছে হাইস্পিড ফ্যান। এছাড়াও টুপির মধ্যে রয়েছে একটি বিশেষ মিউজিক সিস্টেম। এর মধ্য দিয়েই পাওয়া যাবে আবহাওয়ার খবর। অর্থাৎ মাঠে থাকা কৃষক জানতে পারবেন বৃষ্টি আসতে পারে কিনা! এছাড়াও এলইডি লাইট রয়েছে টুপিটিতে। পাশাপাশি টুপিতে মাইক্রো রেডিও ট্রান্সমিটারটি অত্যন্ত কার্যকরী হবে বলে জানান তিনি।
কৃষকদের সমস্য়ার সমাধানে এই টুপি কার্যকর হবে বলে মনে করছেন সুকুমার বিশ্বাস। তবে টুপিটি এখনও বাজারে আসেনি। তা পরীক্ষামূলকভাবে তৈরি করা হয়েছে। ভবিষ্যতে সরকারি মাধ্যম দিয়ে কৃষকদের হাতে তা তুলে দেওয়ার স্বপ্ন দেখছেন এই শিক্ষক। তাঁর কথায়, ‘কৃষকদের আর্থিক পরিস্থিতির বিষয়টিও এক্ষেত্রে মাথায় রাখা হবে। স্বপ্ন মূল্যে যাতে কৃষকদের কাছে এই টুপি পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা করা হবে।’