মিল্টন সেন, হুগলি : দুদিনের মাথায় হদিশ মিলল ভদ্রেশ্বরে নিখোঁজ শিশুর। মৃতদেহ উদ্ধার হল খুঁড়িগাছি খাল থেকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ভদ্রেশ্বরে। গত মঙ্গলবার সন্ধ্যায় নিখোঁজ হয় ভদ্রেশ্বর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সাহেব বাগান এলাকার আরাধ্যা রাম। বাড়ির সামনে খেলা করতে করতে নিখোঁজ হয় এক বছর নয় মাস বয়সের ওই শিশু কন্যা। শিশুর বাবা ভিকি রাম। পাশেই সাহেববাগান এলাকাতেই তার শশুর বাড়ি। ঘটনার দিন স্ত্রী পার্বতী রাম বিউটিশিয়ান কোর্সের প্রশিক্ষণ নিতে বাপের বাড়িতে গিয়েছিলেন। সেখানেই বাড়ির সামনে খেলা করছিল তাঁর মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, ওইদিন বিকালেও অন্যান্য দিনের মতোই বাড়ির সামনেই খেলা করছিল শিশুটি। সন্ধার পর হঠাৎ আরাধ্যা উধাও হয়ে যায়। আশেপাশে সর্বত্র অনেক খোঁজ করে কোনও হদিশ পাওয়া যায় না। তারপরেই পরিবারের তরফে ভদ্রেশ্বর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। ভদ্রেশ্বর থানার পুলিশের তরফে ওই এলাকায় তল্লাশি শুরু হয়। বাড়ির কাছে খাল রয়েছে সেই খালে তল্লাশির পাশাপাশি ধোপঝাড় জঙ্গলেও তল্লাশি চলে। সংলগ্ন পাতকুয়ার জল সেচ করেও দেখা হয়। পাশাপাশি ড্রোন ক্যামেরার সাহায্য নিয়ে চলে তল্লাশি, তবে কোনও খোঁজ মেলেনি শিশুটির। অবশেষে বৃহস্পতিবার বেলার দিকে শিশুটির খোঁজ পাওয়া যায় খুঁড়িগাছি খালে। সেখানে শিশুর দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। অথচ বুধবার ওই খালের যেখানে পুলিশ তল্লাশি চালিয়েছিল সেখান থেকে কিছুটা দূরে মৃতদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে ভদ্রেশ্বর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য শিশুর মৃতদেহ চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়েছে।