আজকাল ওয়েবডেস্ক: অবশেষে দক্ষিণবঙ্গে নামতে চলেছে বৃষ্টি। হাওয়া অফিসের দুপুর ১২টার পূর্বাভাসে জানানো হয়েছে, কিছুক্ষণের মধ্যে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কিছু অংশ ও তার লাগোয়া এলাকায় বজ্রপাত–সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো বাতাস। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। যদিও ঝমঝমিয়ে নয়, বেশিরভাগ জায়গায় হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। সঙ্গে বজ্রপাত। দমদম, যাদবপুর, বেহালা, ধর্মতলা, নিউটাউন, শোভাবাজার, শ্যামবাজার, কসবা এলাকায় বৃষ্টি হয়েছে। ভিজেছে একাধিক জেলাও। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, ঝাড়গ্রামে বৃষ্টির সঙ্গে ছিল ঝোড়ো হাওয়াও। এদিকে, হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’তিন দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা।