• 'জরিমানার' টাকা চাইতে গিয়ে মুর্শিদাবাদের সুতিতে খুন এক যুবক ...
    আজকাল | ২০ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : একটি গাছ থেকে আম পাড়া নিয়ে বিবাদের জেরে বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের সুতি থানার নেতাজি মোড়-বরজপাড়া এলাকায় খুন হলেন এক যুবক। পুলিশ সূত্রে খবর, মৃত ওই যুবকের নাম কবীর শেখ (৩৪)। বাড়ি বরজপাড়া এলাকায়। 

    জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানিয়েছেন," এই খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ। " পুলিশ সূত্রে খবর, ধৃত দুই ব্যক্তির নাম রেজাউল শেখ এবং তাঁর স্ত্রী জলি বিবি। তাঁদের বাড়িও বরজপাড়া গ্রামে। 

    স্থানীয় সূত্রে খবর, একটি গাছ থেকে আম পাড়া নিয়ে কিছুদিন আগে কবীর শেখ এবং রেজাউল শেখের মধ্যে ঝগড়া হয়েছিল। রেজাউলের পরিবারের এক সদস্য যখন ঢিল মেরে গাছ থেকে আম পাড়ার চেষ্টা করছিল সেই সময় কবীরের পরিবারের এক সদস্য সেই ঢিলের আঘাতে আহত হয়। 

    এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিবাদ হয়। পরে গ্রামের কয়েকজন ব্যক্তি দুই পরিবারের বিবাদের নিষ্পত্তি করার জন্য মধ্যস্থতা করেন এবং গ্রাম্য শালিশী সভাতে সিদ্ধান্ত হয় কবীরের পরিবারের আহত সদস্যের চিকিৎসার জন্য রেজাউল ৮০০ টাকা চিকিৎসার খরচ দেবে। 

    যদিও স্থানীয় সূত্রে খবর, শালিশী সভার সিদ্ধান্ত মেনে রেজাউল 'জরিমানার' ৮০০ টাকা কবীরকে দেয়নি। জরিমানার টাকা পাওয়ার জন্য কবীর গত কয়েকদিনে বেশ কয়েকবার রেজাউলের বাড়িতে গেলেও খালি হাতেই তাকে ফিরতে হয়েছিল বলে খবর। 

    সুরজ শেখ নামে মৃত ওই ব্যক্তির এক আত্মীয় বলেন," কবীর নিজের টাকার জন্য রেজাউলের বাড়িতে গিয়েছিল। সেই সময় হঠাৎই রেজাউল তাঁকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে। ঘটনার সময় রেজাউলের স্ত্রীও তাঁর সঙ্গে ছিল।"

    খুনের ঘটনার খবর পাওয়ার পরই সুতি থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছয়। ঘটনার কিছুক্ষণের মধ্যে ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত রেজাউল এবংতার স্ত্রী জলিকে গ্রেপ্তার করে পুলিশ।
  • Link to this news (আজকাল)