রাজ্য স্টাফ সিলেকশন কমিশনের নতুন চেয়ারম্যান বিবেক সহায়
আজকাল | ২০ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক : রাজ্য স্টাফ সিলেকশন কমিশনের নতুন চেয়ারম্যান হলেন অবসরপ্রাপ্ত আইপিএস বিবেক সহায়। তাঁকে দুবছরের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে বুধবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। তিনি অবসরপ্রাপ্ত আইএএস সঞ্জয় থাড়ে-র জায়গায় এলেন। থাড়ে-র কার্যকালের মেয়াদ ২৯মে শেষ হয়ে যায়। লোকসভা নির্বাচন চলায় নতুন করে কাউকে এই পদে দায়িত্ব দেওয়া যায় নি। তবে এবার নতুনভাবে এই পদে দায়িত্ব দেওয়া হল বিবেক সহায়কে।