আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার নবান্নে সরকারি আমলা এবং পুলিশদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নবান্ন সূত্রে খবর, সরকারি জমি বেহাত হওয়া নিয়ে এদিন ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এদিন নবান্নে সমস্ত পুরনিগমের মেয়র, সমস্ত দপ্তরের সচিব, অতিরিক্ত সচিব, জেলাশাসক এবং পুলিশকর্তাদের বৈঠকে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। ভূমি দপ্তরে ক্ষোভ দেখিয়ে মুখ্যমন্ত্রী জানতে চেয়েছেন কীভাবে সরকারি জমি বেহাত হয়ে যাচ্ছে। পাশাপাশি, পুলিশও কেন বিষয়টি দেখছে না বলে প্রশ্ন উঠছে।
ভূমি দপ্তরের দায়িত্ব রয়েছে খোদ মুখ্যমন্ত্রীর হাতেই। নির্বাচনের আগে জেলায় গিয়ে প্রশাসনকে একাধিক নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, সেই নির্দেশ ঠিকমত বাস্তবায়িত হয়নি। এমনকি কলকাতাতেও বেহাত হয়েছে সরকারি জমি বলে খবর সূত্রের। এখানেই শেষ নয়, ফিরহাদ হাকিমের পুর এবং নগরোন্নয়ন দপ্তরের ভূমিকাতেও অসন্তোষ প্রকাশ করেছেন মমতা, এমনটাই খবর নবান্ন সূত্রে। শহরে ঠিকমত পরিষেবা মিলছে না এমনটাই অভিযোগ উঠছে। ফলে, পুরসভা এলাকাতে পিছিয়ে পড়ছে তৃণমূল। আভাস মিলেছে, আগামী কয়েকদিনের মধ্যে ফের কর্তাদের নিয়ে বৈঠকে বসতে পারেন মুখ্যমন্ত্রী।