জেলার বাইরে বসে তোলাবাজির নতুন কায়দা, গ্রেপ্তার রমেশের দুই সাকরেদ ...
আজকাল | ২১ জুন ২০২৪
মিল্টন সেন,হুগলি : নির্মাণ সামগ্রী সরবরাহ করতে করতে সরাসরি ব্যবসায় অংশীদারিত্বে ঢুকে পড়ার চাপ। না মানলে খুনের হুমকি। একেবারে নতুন ছকে দুষ্কৃতীদের তোলাবাজির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চন্দননগর কমিশনারেট কার্যকর হওয়ার পর বেড়েছে পুলিশি তৎপরতা। ধীরে ধীরে শক্ত হয়েছে আইনের ফাঁস। উত্তরপাড়া থেকে চুঁচুড়া বিস্তীর্ণ কমিশনারেট এলাকায় বন্ধ হয়েছে দুষ্কৃতীদের রমরমা।
এবারে অন্য জেলায় বসে, হুগলিতে তোলাবাজির নতুন কায়দা। নতুন ছেলেদের কাজে লাগিয়ে তোলাবাজির ছক। নির্মাণ সামগ্রী সরবারহ করার পর ইচ্ছে করে কোটি টাকা বকেয়া রেখে দেওয়া। পরে ব্যবসায় অংশীদার করার চাপ। আর সেটা না মানলে খুনের হুমকি। নতুন কায়দায় তোলাবাজি রমেশ মাহাত গ্যাংয়ের। পুলিশ সূত্রে খবর, রিষড়া মোরপুকুর এক নং গভঃ কলোনী এলাকায় সম্প্রতি বহুতল আবাসন তৈরির কাজ শুরু করেন বিনোদ কুমার সিং নামে এক ব্যবসায়ী। সেখানে ইট বালি সিমেন্ট পাথর সরবরাহ শুরু করে রমেশ মাহাতর লোকজন।
তদন্তকারীরা পুলিশ আধিকারিকেরা জানিয়েছেন, পরিচিত দুষ্কৃতী যারা রমেশের গ্যাং এর সঙ্গে যুক্ত বলেই পরিচিত এক্ষেত্রে তাদের ব্যবহার করা হয় নি। নতুন মুখ বিজয় রাউত ও রাকেশ শ্রীবাস্তবকে ব্যবহার করে নির্মাণ সামগ্রী সরবরাহ করার এই কাজ করায় রমেশ। এক সময় সমগ্র হুগলি জেলার ত্রাস হুব্বা শ্যামলের ডান হাত ছিল রমেশ। হুব্বা খুন হওয়ার পর হুগলি হাওড়া জুড়ে একচেটিয়া প্রভাব বিস্তার করে রমেশ। জেলে থাকলেও বাইরে সর্বত্রই ছিল তার গ্যাংয়ের অবাধ বিচরণ।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে গোটা বিষয়টা অপারেট করছে রমেশ মাহাত এবং তার ছেলে অমিত মাহাত। নতুন ছকের খবর পৌঁছয় পুলিশের কাছে। বিনোদ সিংকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপর বিনোদ রিষড়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বিজয় রাউত ও রাকেশ শ্রীবাস্তব নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে বিজয়ের নামে পার্টনারশিপ এগ্রিমেন্ট হয়েছিল। বিজয় রমেশ মাহাতর কাছে আট হাজার টাকা বেতনে কাজ করে। ধৃতদের বুধবার শ্রীরামপুর আদালতে পেশ করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।