আজকাল ওয়েবডেস্ক: বাড়িতে কেউ না থাকার সুযোগে বুধবার রাতে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ বাণীপুরের একটি বাড়িতে দুঃসাহসিক চুরি। পরিবারের অভিযোগ, দুষ্কৃতীরা জানলার গ্রিল ভেঙে ভিতরে ঢুকে বেশ কয়েক ভরি সোনার গয়না এবং নগদ কয়েক হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। গোটা ঘটনার তদন্ত করছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি। স্থানীয় সূত্রে খবর, বাণীপুর এলাকার ওই বাড়িতে প্রায় তিন বছর ধরে ভাড়া থাকেন ওই পরিবার। বাড়ির মালকিন মায়ারানী দাস বর্তমানে চিকিৎসার কারণে কলকাতায় রয়েছেন।
জানা গিয়েছে, বাড়িতে ভাড়া থাকা পরিবারটি গত কয়েকদিন রয়েছে মেদিনীপুরে রয়েছেন। ফলে, বাড়িটি সম্পূর্ণ তালাবন্ধ ছিল কয়েকদিন ধরে। বাড়ির মালকিন মায়ারাণী দাসের নাতনি নন্দিতা দাস জানান, ‘বৃহস্পতিবার সকালে আমরা খবর পাই দিদার বাড়ির ভেতর থেকে ক্রমাগত জল বেরিয়ে আসছে। বাড়ির তালা খুলে ভেতরে ঢুকে দেখতে পাই কেউ বা কারা বাড়ির একটি জানলার গ্রিল কেটে ভেতরে ঢুকে আলমারিতে রাখা বেশ কয়েক ভরি সোনার গয়না এবং নগদ কয়েক হাজার টাকা নিয়ে গেছে। ভাড়াটিয়াদের ঘরে ঢুকে সেখান থেকেও নগদ টাকা এবং সোনার গয়না চুরি করেছে। জানা গিয়েছে, ওয়াটার পিউরিফায়ার খোলার চেষ্টাও করেছিল দুষ্কৃতীরা।