শিশুর মানসিক স্বাস্থ্যের বিকাশে উদ্যোগী স্বাস্থ্য দপ্তর, শুরু হল অটিজম শনাক্তকরণ শিবির...
আজকাল | ২১ জুন ২০২৪
মিল্টন সেন,হুগলি: শিশুর মানসিক স্বাস্থ্যের বিকাশে জেলা স্বাস্থ্য দপ্তরের অভিনব উদ্যোগ। এবার থেকে নিয়ম করে জেলা হাসপাতালে চলবে অটিজম শনাক্তকরন শিবির। বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতাল এবং আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে আনুষ্ঠানিকভাবে শিবির চালু করা হয়। মূলত শিশুর মানসিক স্বাস্থ্যের বিকাশে প্রতিবন্ধকতা দূর করতে স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগ। যেসব শিশুর মানসিক স্বাস্থ্যের বিকাশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়েছে, এই শিবির মূলত তদের জন্য। মানসিক বিকাশে প্রতিবন্ধকতা নজরে পড়লেই সেই শিশুদের নম নথিভুক্ত করা হবে। পরবর্তী পর্যায়ে প্রতি বৃহস্পতিবার এই শিবিরে সেই শিশুদের পরীক্ষা নিরিক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যাবস্থা করা হবে। পাশাপাশি প্রতিবন্ধী শংসাপত্র দেওয়ার ব্যবস্থাও করা হবে। এদিন হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের ডেপুটি সিএমওএইচ-২ দেবযানী বসু মল্লিক জানিয়েছেন, অটিজম এক ধরনের মানসিক প্রতিবন্ধকতা। সবাই হয়ত হাসপাতালে আসতে পারে না, তাদের এই শিবিরে নিয়ে এসে স্ক্রিনিং করা হবে। যদি দেখা যায় অটিজম আছে, তাহলে তার চিকিৎসার ব্যবস্থা করা হবে। এটি একটা দীর্ঘ মেয়াদী চিকিৎসা। যেহেতু মানসিক প্রতিবন্ধকতা, তাই তাদের জন্য প্রতিবন্ধী শংসাপত্র দেওয়ার ব্যবস্থাও করা হবে। যারা অঙ্গনওয়াড়ি স্কুলে যায় সেই সব বাচ্চা, নিচু তলায় যারা স্বাস্থ্য কর্মী কাজ করেন তারা যদি দেখে বোঝেন কোনও শিশুর অটিজম আছে, তাহলে সেই শিশুকে এই শিবিরে নিয়ে আসবেন। সেই শিশুর পরীক্ষা-নিরীক্ষার ব্যাবস্থা করা হবে। তার পরে যদি বোঝা যায় যে অটিজম আছে তাহলে তাদের কাউন্সিলিং করা তাদের পরিবারের লোককে কাউন্সিলিং করার কাজ চালানো হবে। প্রত্যেক শিশুকে একটি করে বই দেওয়া হবে, ফলোআপ যা হবে, সেগুলো ওই বইয়ে লেখা থাকবে। প্রত্যেক শিবিরে কুড়িটি শিশুর নাম রেজিস্ট্রেশন করা হবে। লাগাতার চালিয়ে যাওয়া হবে শিবির।