আজকাল ওয়েবডেস্ক: কলকাতায় পশ্চিমবঙ্গ দিবস পালন করল বঙ্গ বিজেপি। পাশাপাশি, রাজভবনেও এদিন পশ্চিমবঙ্গ দিবস পালন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বক্তৃতা রাখতে গিয়ে রাজভবনে নিজের নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুললেন রাজ্যপাল। তিনি বলেন, ‘রাজভবনে কলকাতা পুলিশের নিরাপত্তায় আমি সুরক্ষিত নই। এটাই আমার শঙ্কার কারণ’। রাজ্যপালের পাশাপাশি এদিন রেড রোডে এবং বিধানসভায় পশ্চিমবঙ্গ দিবস পালন করেছে বিজেপি। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির একাধিক নেতা এবং বিধায়করা। বিধানসভাতেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিতে মাল্যদান করা হয়। ১ বৈশাখ রাজ্য দিবস পালন করে বর্তমান রাজ্য সরকার। কিন্তু বিজেপি এবং অন্যান্য বেশ কিছু সংগঠন ২০ জুন দিনটিতেই রাজ্য দিবস পালন করেন। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এবং কর্নাটক হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সৈয়দ আব্দুল আজিজ নিজের এক্স হ্যান্ডলে পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।