এগিয়ে চলেছে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের কাজ, একটি বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের কাজ শেষ ...
আজকাল | ২১ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: এগিয়ে চলেছে নিউটাউনে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ-এর কাজ। গত ১৭ জানুয়ারি তাঁর মৃত্যুদিনের দিন এই সেন্টারটির উদ্বোধন করেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। ছিলেন দলের অন্যান্য নেতারা। পাঁচ একর জমির ওপর এই সেন্টারটি গড়ে তোলা হচ্ছে। যেখানে থাকবে জ্যোতি বসুর সংগ্রহে থাকা নানা জিনিসপত্র, থাকবে একটি গবেষণা কেন্দ্র, লাইব্রেরি ও একটি অডিটরিয়াম।
লাইব্রেরিতে যেমন গিয়ে থাকবে পড়াশোনার সুযোগ তেমনি অডিটরিয়ামটি ব্যবহার করা হবে নানা সেমিনারের জন্য। রাজ্য সরকারের পক্ষ থেকে এই সেন্টারটি গড়ে তোলার জন্য দেওয়া হয়েছে প্রয়োজনীয় জমি। গোটা কাজটির জন্য একটি ট্রাস্ট গঠন করা হয়েছে। যার চেয়ারম্যান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সেক্রেটারি সিপিএম নেতা ও প্রাক্তন বিধায়ক রবিন দেব। এদিন রবিন দেব জানিয়েছেন, বৃহস্পতিবার এই সেন্টারটির একটি বিল্ডিংয়ের ছাদ ঢালাই হয়েছে।