• কলকাতা থেকে দূরে, কল্যাণীতে বর্ধিত অধিবেশন সিপিএম-এর
    আজকাল | ২১ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দিনকয়েক আগেই জানা গিয়েছিল, নির্বাচনের ভরাডুবির পর দলের পরিস্থিতি কাটাছেঁড়ার জন্য ফের বর্ধিত অধিবেশনে বসছে সিপিএম। লোকসভা ভোটে দলের এই পরাজয় কেন? তা নিয়ে গত কয়েকদিনে দফায় দফায় আলোচনায় বসেছে নেতৃত্ব। বুধবার এবং বৃহস্পতিবার, দুদিন আলিমুদ্দিনে বৈঠকে বসে সিপিএম। সেখানে যেমন আলোচলায় উঠে এসেছে বিজেপির বিশেষ ভোট ব্যাঙ্ক প্রসঙ্গ, তেমনই আলোচনা হয়েছে দলের বিপর্যয় নিয়ে।

     এবার বর্ধিত অধিবেশন কলকাতায় হবে না সেকথাও জানা গিয়েছিল আগেই। প্রাথমিক পরিকল্পনা ছিল শহর থেকে বেশ অনেকটা দূরেই বাঁকুড়া কিম্বা পুরুলিয়ায় বসবে বৈঠক। পূর্ব পরিকল্পনা মতোই ১৯-২০ জুন বৈঠকে বসেছিল সিপিএম। সেখানেই সিলমোহর পড়েছে বর্ধিত অধিবেশনের স্থান-কালে। বৃহস্পতিবার জানা গেল, নদীয়ার কল্যাণীতে আগস্ট মাসে বৈঠকে বসবে সিপিএম। ২৩-২৪-২৫ এই অধিবেশন বসছে। তার আগে জুলাই মাসে জুড়ে সিপিএম আলোচনা করবে দলের নির্বাচনী ফলাফল প্রসঙ্গে। গত বর্ধিত অধিবেশনে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছিল দল, লোকসভা ভোটের পরেই বসা অধিবেশনে কী সিদ্ধান্ত নেওয়া হয়, এখন নজর সেদিকেই।
  • Link to this news (আজকাল)