আজকাল ওয়েবডেস্ক : অবশেষে দহনজ্বালা থেকে মুক্তি। বুধবার সারাদিন আকাশ মেঘলা ছিল। কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিও হয়। বৃহস্পতিবার সকালে চড়া রোদ ফের গরমের দাপট দেখাতে শুরু করে। তবে দুপুর হতেই বদলে গেল আবহাওয়া। কলকাতার আকাশ কালো করে নেমে আসে স্বস্তির বৃষ্টি। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়ার দাপটও। তাপমাত্রার পারদ নামে অনেকটাই। এরপরই সুখবর দিল হাওয়া অফিস। চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে প্রবেশ করছে বর্ষা। আগামী তিনদিন ধরে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে কলকাতা সহ সব জেলাতেই। তাপমাত্রা কমবে আরও কিছুটা। রবিবারের পর বৃষ্টির পরিমাণ খানিকটা কমবে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শনি এবং রবিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। ফলে তীব্র দাবদাহ থেকে এবার স্বস্তি পাবে দক্ষিণবঙ্গবাসী।