আজকাল ওয়েবডেস্ক: কলকাতায় এসে নিখোঁজ বাংলাদেশের এক যুবক। মহম্মদ দিলওয়ার হোসেন নামে ওই যুবকের বয়স ২৩ বছর। কলকাতায় চিকিৎসা করাতে এসেছিলেন বাংলাদেশের পাবনার ওই যুবক। কলকাতায় পার্ক স্ট্রিটের একটি হোটেলে উঠেছিল দিলওয়ার। তবে বুধবার রাত থেকেই তাঁর খোঁজ মিলছে না। আশেপাশের হোটেলগুলিতে কথা বলে জানতে পারা গিয়েছে অনক সময় বাংলাদেশ থেকে আসা এমন ব্যক্তিরা হোটেলে চেক আউট না করেই ফিরে যায়। তবে বাংলাদেশের সাংসদ খুন হওয়ার পর আতঙ্কে রয়েছে হোটেল কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে থানায় জানানো হয়েছে। চিকিৎসা করাতে এসে কেন নিখোঁজ হয়ে গেলেন বাংলাদেশের এই যুবক তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পাঁচটি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।