• 'অন্তত ১২ আসনে হিন্দু ভোট কেটে তৃণমূলকে সাহায্য করেছে CPM', দাবি শুভেন্দুর
    আজ তক | ২১ জুন ২০২৪
  • লোকসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি হয়েছে। গতবারের ১৮ আসন কমে হয়েছে ১২।  দলের এই হতাশাজনক ফল নিয়ে ইতিমধ্যেই বিজেপির অন্দরে শুরু হয়েছে সংঘাত। দলের বৈঠকে দেখা গিয়েছিল দিলীপকে। যাননি শুভেন্দু। সেনিয়েও কম কথা হয়নি। এবার শুভেন্দু অধিকারী কার্যত দাবি করলেন,সিপিএম ভোট কাটায় আসন কমেছে বিজেপির। 

    শুভেন্দু অধিকারী বলেন,'সিপিএম নিজেদের এজেন্ডা অনুযায়ী সফল হয়েছে। হিন্দু ভোট কাটার জন্য দাঁড়িয়েছিল। ওখানে সুজন, এখানে সায়ন, সব্যসাচীরা সবাই দাঁড়িয়ে পড়েছিল। এটা পিন্ডি জোটের কৌশল। পশ্চিমবঙ্গকে যারা ৩৪ বছর ধরে চেটে চেটে খেয়েছে, ৫৪ হাজার লোককে খুন করেছে, যারা সাঁইবাড়ি, নানুর, নন্দীগ্রাম, সূচপুর, আনন্দমার্গী সন্ন্যাসীদের পুড়িয়েছে, সব কলকারখানাতে তালা লাগিয়েছে, তারা নিজেদের এজেন্ডায় তারা সফল হয়েছে। কিন্তু সময় কথা বলবে'।

    বিরোধী দলনেতা দাবি করেন, এবার অন্তত ১২টি আসনে ভোট কেটে বামপ্রার্থীরা শাসক দল তৃণমূলকে জিততে সাহায্য করেছেন। ২০২১ সালে ৫০টির বেশি আসনে বিজেপিকে হারিয়ে তৃণমূলের জয়ের পথ মসৃণ করেছিল সিপিএম। 

    দমদমে বিরোধী ভোট ভাগ হওয়ায় সুবিধা পেয়েছে তৃণমূল। ওই কেন্দ্রে প্রার্থী ছিলেন সিপিএমের সুজন চক্রবর্তী। সেখানে বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তকে ৭০ হাজার ৬৬০ ভোটে হারিয়েছেন তৃণমূলের সৌগত রায়। ওই কেন্দ্রে সুজন পেয়েছেন ২ লক্ষ ৪০ হাজার ৭৮৪ ভোট। 

    বরাহনগর উপনির্বাচনেও সিপিএমের ইভিএমে ভোট যাওয়ায় লাভ হয়েছে তৃণমূলের। ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী সজল ঘোষকে  ৮ হাজার ১৪৮ ভোটে হারিয়েছেন তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ওই কেন্দ্রে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য পেয়েছেন ২৬ হাজার ৭৩৫ ভোট।
  • Link to this news (আজ তক)