• হতভাগ্য যাত্রীদের মধ্যে তিনিও একজন, গুসকরায় বিউটির বাড়ি গিয়ে ক্ষতিপূরণের চেক দিল রেল
    ২৪ ঘন্টা | ২১ জুন ২০২৪
  • পার্থ চৌধুরী: উত্তরবঙ্গে  কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ  দুর্ঘটনায় মৃত পূর্ব বর্ধমানের  গুসকরার বিউটি বেগমের বাড়িতে পৌঁছালেন রেলের আধিকারিকরা। বৃহস্পতিবার দুপুরে রেলের আধিকারিকদের একটি দল গুসকরা ইটাচাঁদায় নিহত বিউটির বাড়িতে উপস্থিত হন। রেলের ওই প্রতিনিধি দলের সঙ্গেই উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অভেদানন্দ থান্দার, গুসকরা পৌরসভার চেয়ারম্যান কুশল মুখোপাধ্যায়-সহ আরো অনেকে।

    প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার উত্তরবঙ্গের রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার সম্মুখীন হয়। সেই ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টে ছিলেন বিউটি বেগম। ইদ উদজ্জোহা উৎসবে যোগ দিতে তড়িঘড়ি গুসকরায় ফিরছিলেন বিউটি। সে ফেরা আর হয়নি। পেছন থেকে একটি মালগাড়ি দাঁড়িয়ে থাকা কাঞ্চনজহ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা মারে। কাঞ্চনজঙ্ঘার দুটি কামরা উটে পড়ে মালগাড়ির ইঞ্জিনের উপরে।প্রসঙ্গত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার ফলে ইতিমধ্যেই ১০ জনের মৃত্যু হয়েছে।

  • Link to this news (২৪ ঘন্টা)